প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ২০:১৯
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সড়ক দুর্ঘটনায় তিনজন আহত
মুন্সিগঞ্জ হতে আব্দুল মান্নান সিদ্দিকী
![ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সড়ক দুর্ঘটনায় তিনজন আহত](/assets/news_photos/2021/11/28/image-9688-1638109326bdjournal.jpg)
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মাসুগাও ফেরিঘাটে ২৮ নভেম্বর ভোররাতে একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো গ 27 947 2 নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে তিনজন আহত হন। আহতরা হলেন : দ্বীপ, শাওন ও আসাদ। শ্রীনগর ফায়ার সার্ভিস দুর্ঘটনার সংবাদ শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছান। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন বলে। স্টেশন মাস্টার জনাব ফুয়াদ ।