সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ১৯:৩২

হাজীগঞ্জে করোনা প্রতিরোধক উপকরণের বুথ দিলেন আবু সুফিয়ান

কামরুজ্জামান টুটু্ল
হাজীগঞ্জে করোনা প্রতিরোধক উপকরণের বুথ দিলেন আবু সুফিয়ান

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট্রের প্রেসিডিয়াম সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কো-চেয়ারম্যান হাজীগঞ্জ পৌরসভাধীন বদরপুর কাদেরীয়া চিশতীয়া হোসাইনীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও পীর শায়খ আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল ক্বাদেরী ২টি করোনা প্রতিরোধক বুথ দিলেন। এর ১টি হাজীগঞ্জ পৌরসভায় এবং অপরটি হাজীগঞ্জ থানা কমপ্লেক্সে। আজ ৫ জুলাই সোমবার দুপুরে এ বুথ দুটি প্রদান শেষে উদ্ধোধন করা হয়।

এ দিনে দুপুরে পৌরসভায় স্থাপিত বুথের ঊদ্ধোধন করেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন। হাজীগঞ্জ থানায় বুথ স্থাপনের উদ্ধোধন করেন অফিসার ইনচার্জ হারুনুর রশিদ।

বুথ উদ্বোধন শেষে করোনা সংক্রমণ থেকে মুক্তি এবং দেশের সমৃদ্ধি কামনা করেন দোয়া ও মোনাজাত করেন শায়খ আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল ক্বাদেরী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষে এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পরামর্শক্রমে ও কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের তত্ত্বাবধানে এ করোনা বুথ স্থাপন করা হয়।

হাজীগঞ্জ পৌরসভা এলাকায় বুথ স্থাপনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শায়খ আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল ক্বাদেরী ছেলে মুহাম্মদ রহমত উল্লাহ খাঁন, মুহাম্মদ আব্দুল্লাহ খাঁন, মুহাম্মদ হাসমত উল্লাহ খাঁন আতিফ ও মুহাম্মদ এনায়েত উল্লাহ খাঁন।

বুথটি প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যায় ৬টা পর্যন্ত খোলা থাকবে। করোনা সংক্রমন প্রতিরোধে সর্বসাধারণের সুরক্ষা ও হাত জীবাণুমুক্ত করার জন্য বুথে দু'টি হ্যান্ড স্যানিটাইজার রয়েছে। এছাড়াও ব্যবহারে জন্য মাস্ক এবং ব্যবহৃত মাস্ক ফেলার জন্য বক্স রয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার কাউন্সিলর সুমন তপদার, মো. শাহআলম, কাজী মনির হোসেন ও হাজী কবির হোসেন কাজী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম মজুমদার, বদরপুর কাদেরীয়া চিশতীয়া হোসাইনীয়া দরবার শরীফের খাদেম ক্বারী মুহাম্মদ বিল্লাল হোসাইন ও ক্বারী মো. ইব্রাহিম, ভক্ত আব্দুস সাত্তার মৃধা, মৌলভী আরি হোসাইন, মো. দিদারুল আলম ও মো. শাহেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়