শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ নভেম্বর ২০২১, ১৬:৫৯

ফরিদগঞ্জের বিভিন্ন ইউনিয়নে ১০ টাকা কেজির চাল বিতরণ

এমরান হোসেন লিটন
ফরিদগঞ্জের বিভিন্ন ইউনিয়নে ১০ টাকা কেজির চাল বিতরণ

ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিক্রয় করা হচ্ছে। বুধবার ১০ নভেম্বর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী উপজেলা খাদ্য পরিদর্শকের উপস্থিতিতে এই চাল বিক্রয় করতে দেখা গেছে।

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতিমাসে এক ইউনিয়নে হত দরিদ্র ৫৩৩ পরিবারকে ১০ টাকা করে কেজি দরে (প্রতি কেজি) মোট ৩০ কেজি করে চাল বিক্রয় করা হয়। এদিন সকালে সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, হতদরিদ্র পরিবারের কার্ডধারী সদস্যদের উপস্থিতিতে জনপ্রতি ৩শ টাকা দিয়ে ৩০ কেজি করে চাল বিক্রয় করা হচ্ছে। এ সময় ডিলারশিপ দের সহযোগিতা করেন বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ ও ইউপি সদস্য বিন্দু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ৫ নং গুপ্টি ইউনিয়নের ডিলারশিপ ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন খোকা এবং ২ নং বালিথুবা ইউনিয়নের ডিলারশিপ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: মহসিন তপদার ও ৩ নং সুবিদপুর ইউনিয়নে ডিলারশিপ উপজেলা যুবলীগের অন্যতম সদস্য মোঃ মাসুদ খান, ৮ নং পাইকপাড়া ইউনিয়নের ডিলারশিপ ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ইয়াছিন বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। তিনি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অসহায়, দরিদ্র, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক ও খাদ্য সহায়তা করে থাকেন। তারা আরো বলেন, মাননিয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যাপী চালু হওয়া খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় আমাদের ইউনিয়নের হত দরিদ্রদের পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়। এতে তারা খুব খুশি। প্রতি মাসে ট্যাগ অফিসারের (ইউএনও’র প্রতিনিধি) উপস্থিতিতে এবং কার্ডধারী সদস্যদের মাঝে ডিজিটাল মেশিনে পরিমাপের মাধ্যমে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে খাদ্যবান্ধব এ কর্মসূচি যেন কোনোভাবেই বন্ধ করা না হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়