প্রকাশ : ০২ নভেম্বর ২০২১, ০৯:৫৪
আসন্ন ইউপি নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ : জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল
![আসন্ন ইউপি নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ : জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল](/assets/news_photos/2021/11/02/image-8330-1635825450bdjournal.jpg)
১ নভেম্বর ১১টায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, আসন্ন শ্রীনগরে ইউপি নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ। যদি কেউ ভিন্ন পথ অবলম্বন করে নির্বাচিত হয় তা প্রমানিত হয় তাহলে তার বিজয় বিতিল করে পুনরায় নির্বাচন হবে । উক্ত সভায় সভাপতিত্ব করন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার আবদুল মোমিন তালুকদার পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবনাথ প্রমুখ।