প্রকাশ : ০১ নভেম্বর ২০২১, ২১:৫০
নিখোঁজ সংবাদ
![নিখোঁজ সংবাদ](/assets/news_photos/2021/11/01/image-8293-1635782044bdjournal.jpg)
গত ৩১ অক্টোবর তারিখে মোঃ জাহিদুল ইসলাম (সাগর) নামে একটি ছেলে হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রাম থেকে হারিয়ে যায়।সে তার বাবার সাথে রাগ করে বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যায়।তার বয়স আনুমানিক ১৫/১৬ বছর হবে। সে সম্পূর্ন সুস্থ। তার বাবার নাম মোঃ হারুন অর রশিদ, মাতা : ভুলু বেগম, গ্রাম : চরভাঙ্গা, পো : গন্ডামারা, থানা: হাইমচর, জেলা : চাঁদপুর।কেউ তার নাম জিজ্ঞেস করলে সাগর -ই বলবে। সে তার বাড়ির ঠিকানা জানে এবং বলতে পারে।হাইমচর নতুন বাজারের দক্ষিণ পাশে তার বাড়ি।বাড়ির নাম বেপারী বাড়ি। কোন সু-হৃদয়বান ব্যক্তি যদি তাকে পেয়ে/দেখে থাকেন তাহলে নিম্ন ঠিকানা/ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগের ঠিকানা :
মোঃ শরীফুল ইসলাম (বড় ভাই)
মোবাইল নং-০১৩১৬-৩৬৫২১১, ০১৬৩৩৭-৩৯৬৪০