প্রকাশ : ৩০ অক্টোবর ২০২১, ১৯:১৪
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
![কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন](/assets/news_photos/2021/10/30/image-8180-1635599747bdjournal.jpg)
মুজিববর্ষে পুলিশ নীতি -জনসেবা আর সম্প্রীতি এস্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে- ২০২১ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।। শনিবার সকালে থানা কমপ্লেক্স থেকে র্যালিটি বের হয়ে উপজেলা পরিষদ হয়ে সদর এলাকায় প্রদক্ষিণ শেষে থানা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) অপেল্লা রাজু নাহা'র সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহাম্মদ, ইউপি চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান, আবুল কালাম আজাদ ভূইয়া, গিয়াস উদ্দিন মাহমুদ, আওয়ামীলীগের সদস্য মিয়া মো: জাহাঙ্গীর, বিআরডিবি'র সাবেক চেয়ারম্যান উপজেলা যুবলীগ নেতা মাসুদ আলী হায়দার, শশীদল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছাদেক আহাম্মদ, বিমানবন্দর থানা ছাত্রলীগের অর্থ সম্পাদক ওমর ইব্রাহীমসহ কর্মসূচিগুলোতে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশের সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক,সমাজকর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। সভা পরিচালনা করেন থানার এসআই আনোয়ার হোসেন।
|আরো খবর
থানার অফিসার ইনচার্জ ওসি অপেল্লা রাজু নাহা বলেন, আমরা এ কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি, মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই স্লোগান এর মূল প্রতিপাদ্যটি। ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জনতার পুলিশ হিসেবে কাজ করবে। সাধারণ মানুষের জন্য পুলিশের প্রতিটি সেবা সার্বক্ষণিক উন্মুক্ত থাকবে। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।