প্রকাশ : ২৪ অক্টোবর ২০২১, ০৮:২৯
সাম্প্রদায়িক সংহিস ঘটনায় দুষ্কৃতকারীদের দ্রুত বিচারের দাবিতে
জেলা গণফোরামের প্রতিবাদী মানববন্ধন
![জেলা গণফোরামের প্রতিবাদী মানববন্ধন](/assets/news_photos/2021/10/24/image-7841-1635042834bdjournal.jpg)
২৩ অক্টোবর শনিবার বিকাল সাড়ে তিনটায় চাঁদপুর শহরের শপথ চত্বর এলাকায় জেলা গণফোরামের আয়োজনে সাম্প্রদায়িক সংহিস ঘটনার প্রতিবাদে ও দুষ্কৃতকারীদের দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদী মানববন্ধন পালিত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ১৯৭২ সনের গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান মানতে হবে। শান্তি সম্প্রতি বাংলাদেশ গড়তে হবে। পূর্ণ গনতন্ত্র কায়েম করতে হবে, সকল ধর্মের স্বাধীনতা দিতে হবে। দুষ্কৃতকারী সাম্প্রদায়িক অপশক্তি রুখতে হবে। সাম্প্রদায়িক অপশক্তি ও ধর্মীয় সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ নানা স্লোগানে সবার হাতে হাতে ফেস্টুন দলীয় নেতা-কর্মীরা মানববন্ধনে অংশ নেয়।
|আরো খবর
এ সময় কেন্দ্রীয় গণফোরামের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ ফজলুল হক সরকারের সভাপতিত্বে ও জেলা যুব গণফোরামের সাধারণ সম্পাদক হাজী মোঃ আশ্রাফ বাবু সরকারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ হোসেন, চাঁদপুর সদর উপজেলা গণফোরামের সভাপতি মোঃ আলমগীর হোসেন গাজী, জেলা যুব গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুর রহমান মিন্টু, সাংস্কৃতিক সম্পাদক ইন্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম , বালিয়া ইউনিয়ন গণফোরামের সভাপতি মোঃ টেলু গাজী , গণফোরাম নেতা মোঃ তাজুল গাজী , মোঃ মনির মিঝি প্রমুখ।