বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ১২:৪৯

আজ চাঁদপুর আসছেন রোটারী গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী

স্টাফ রিপোর্টার
আজ চাঁদপুর আসছেন রোটারী গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী

রোটারী জেলা-৩২৮২-এর গভর্নর রোটারিয়ান আবু ফয়েজ খান চৌধুরী পিএইচএফ,বি আজ ২২ অক্টোবর শুক্রবার চাঁদপুর আসছেন। তিনি আজ বিকেলে চাঁদপুর রোটারী ক্লাব পরিদর্শন করবেন। এ সময় তিনি ক্লাব দু’টির বিভিন্ন প্রকল্প পরিদর্শন, উদ্বোধন এবং পৃথক সমাবেশে বক্তব্য রাখবেন।

চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ জানান, রোটারিয়ান আবু ফয়েজ খান চৌধুরী আজ বিকেল ৪টা থেকে কবি নজরুল সড়কস্থ রোটারী ভবনে অফিসিয়াল ক্লাব ভিজিট সম্পন্ন করবেন। তিনি রোটারী দাতব্য চিকিৎসালয় ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত প্রকল্প উদ্বোধন করবেন। এভাবে প্রতি বছরই রোটারী গভর্নররা তাঁর জেলার ক্লাবগুলো পরিদর্শন করেন এবং ক্লাবের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

উল্লেখ্য, তাঁর সফরসঙ্গী হয়েছেন রোটারী গভর্নরের সহধর্মিনী ও রোটারী ডিস্ট্রিক্ট ফাস্টলেডী রোটাঃ অ্যান মুনমুন আফরোজসহ রোটারী জেলা নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়