প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ১৩:৪০
কুমিল্লাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির মনোগ্রাম উদ্বোধন
![কুমিল্লাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির মনোগ্রাম উদ্বোধন](/assets/news_photos/2021/10/11/image-7152-1633938263bdjournal.jpg)
১১ অক্টোবর ২০২১ বিকেল ৩টায় ঐতিহ্যবাহী কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের চতুর্থ তলায় লাইব্রেরিতে কুমিল্লাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির মনোগ্রামের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলার কৃতী সন্তান কুমিল্লাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির এড্হক কমিটির আহবায়ক সিনিয়র এডভোকেট শামছুন নাহার বেগম ও সদস্য সচিব এডভোকেট মোঃ ইলিয়াছ মিন্টু, সিনিয়র এডভোকেট মোঃ নজরুল ইসলাম (৫), এডভোকেট জসীম উদ্দিন চৌধুরী (শিশু), এডভোকেট মোঃ সামছুল রহমান ফারুক, এডভোকেট ইলিয়াছ মজুমদার, এডভোকেট মোঃ মফিজুল ইসলাম, এডভোকেট স্বর্ণকমল নন্দী (পলাশ) ও তরুণ এডভোকেট তাপস চন্দ্র সরকার সহ আরো অনেকে।
|আরো খবর
উদ্বোধনকালে বক্তারা বলেন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে যোগদানকৃত চাঁদপুর জেলার বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ আসুন কুমিল্লাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির নির্ধারিত সদস্য ফরম পূরণের মাধ্যমে হিংসা বিদ্বেষ ভুলে সহযোগিতা আর সহমর্মিতায় সবাই একসাথে মিলে সকল দুর্যোগ মোকাবেলা করি।
এদিকে, কুমিল্লাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির "মনোগ্রাম" ও নতুন "সদস্য ফরম" এর রূপকার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য বিজ্ঞ এডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন- কুমিল্লাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির মনোগ্রামটিতে স্থান পেয়েছে ১) আইনের প্রতীক দাঁড়িপাল্লা, হাতুড়ি ও আইন বই, ২) চাঁদপুরের স্বাধীনতাকামী গণহত্যার শিকার তাদের স্মরণে নির্মিত ভাস্কর্য "রক্তধারা স্মৃতিসৌধ", ৩) একাত্তরের শহীদ স্মরণে নির্মিত ভাস্কর্য "অঙ্গীকার স্মৃতিসৌধ", ৪) চাঁদপুরের বিখ্যাত পদ্মার "রূপালী ইলিশ", ও ৫) চাঁদপুর জেলার সাত উপজেলা চাঁদপুর সদর, ফদিরগঞ্জ, মতলব, কচুয়া, হাইমচর, হাজীগঞ্জ ও শাহরাস্তি নিয়ে গঠিত জেলা মানচিত্র।