রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ জুলাই ২০২১, ২১:০২

হাজীগঞ্জে বৃষ্টিস্নাত লকডাউনে প্রশানস হার্ডলাইনে

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে বৃষ্টিস্নাত লকডাউনে প্রশানস হার্ডলাইনে

হাজীগঞ্জে বৃষ্টিস্নাত লকডাউন পালনে প্রশাসন ছিলো হার্ডলাইনে। ১ জুলাই রাত ১২টা শুরু হওয়া লকডাউন সারাদেশের ন্যায় হাজীগঞ্জে চলছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিতে হয়েছে কয়েকজনকে। লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে প্রশাসনসহ পুলিশ রয়েছে ছিল উপজেলার সড়ক আর আঞ্চলিক মহাসড়কে।

সরজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার ভোর থেকে হাজীগঞ্জের প্রধান সড়ক তথা চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কসহ সকল পাশ্ব সড়কে যাত্রী পরিবহনের সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খাদ্যের গাড়ি, এ্যাম্বুলেন্স, রোগি বহনকারী সিএনজি অটোরিক্সা, মটরসাইকেল চলাচল করতে দেখা যাচ্ছে। হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কের দু' পাশের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। বন্ধ ছিল বড় বড় মার্কেটসহ সকল গলির ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান।

হাজীগঞ্জ বাজারে প্রবেশ পথের সবগুলা সড়কে পুলিশের পাহারা বিদ্ধমান থাকায় বাজারে মানুষজনের উপস্থিতি ছিল যৎসামান্য। দুপুরের পর থেকে অবিরামভাবে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি চলমান থাকায় কঠোর লকডাউন আর কঠোর লকডাউনে পরিনত হয়। এদিন সকাল থেকে হাজীগঞ্জ বাজারসহ বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোমেনা আক্তার। এছাড়াও ভোর থেকে ভিন্নভাবে ফোর্স নিয়ে অব্যাহত টহলে ছিলেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম, অফিসার ইনচার্জ হারুনুর রশিদ,ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল।

দুপুরের দিকে হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশ কয়েকজনকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। একই দিন সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারে ফলের দোকানে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকেরর কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উজ্জল হোসেন।

অপরদিকে দিকে দিনভর হাজীগঞ্জের প্রধান বাজার, বাকিলা বাজার, রাজারগাঁও বাজার, বলাখাল বাজার, চেঙ্গাতলী বাজার , বেলচোঁ বাজার, সেন্দ্রা বাজার, রামপুর বাজার,কাশিমপুর বাজারের খাবার হোটেলগুলোর কিছু খোলা রাখতে দেখা গেছে। তবে এসব হোটেল ব্যবসায়ীরা পুলিশ দেখলে ক্রেতাকে সরিয়ে দিয়ে মালিকপক্ষ ক্যাশে বসে থাকতে দেখা গেছে। পুলিশ চলে গেলে পূর্বের রুপে ফিরে গেছে হোটেলগুলো।

ঠিক হোটেলের মতো সিএনজি অটোরিক্সা ষ্ট্যান্ডগুলোর একই চিত্র দেখা গেছে। উপজেলার অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিএনজি অটোরিক্সা ষ্ট্যান্ডগুলো থেকে কমবেশি সিএনজি অটোরিক্সা চলাচল করছে। তবে পুলিশ দেখলে চালকদের অবস্থা ধরি মাছ না ছুঁই পানির মতো অবস্থা। এদিন দুপুরে বাকিলা বাজারের অটোরিক্সা ষ্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়