সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৭:২০

রায়পুরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রায়পুরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার
রায়পুরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার।

লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর ২০২৫) উপজেলা সমাজসেবার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. শামিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা জোবায়ের, আলীয়া কামিল মাদরাসা অধ্যক্ষ নিজাম উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ, পুর্বলাচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাদ্দাম হোসেন।

সেমিনারে বক্তারা সঠিক প্রক্রিয়ায় প্রতিবন্ধী শিশু বাছাই, শিক্ষাবৃত্তি নিশ্চিত ও তাদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সব ধরনের সহযোগিতা করার জন্য সমাজসেবা অধিদপ্তরের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়