শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২১, ১৮:৫২

কচুয়ায় ভোট কেন্দ্র স্থাপনের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

কচুয়ায় ভোট কেন্দ্র স্থাপনের দাবীতে মানববন্ধন ও সমাবেশ
মোহাম্মদ মহিউদ্দিন ও মেহেদী হাসান

কচুয়ায় ভোট কেন্দ্র স্থানান্তর করে নতুন করে স্থাপনের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কচুয়া উত্তর ইউনিয়নের খিড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে সমাবেশে এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমূখ। বক্তারা বলেন তেতৈয়া কেন্দ্রের প্রায় ২৯ শ’ ভোটারের মধ্যে খিড্ডা গ্রামের প্রায় ১৮ শ’ ভোটার। খিড্ডা গ্রামের ভোটাররা প্রায় ৩ কিলোমিটার দূরে তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোট প্রদান করতে হয়। ওই কেন্দ্রের বেশীর ভাগ ভোটার খিড্ডা গ্রামের বাসিন্দা।

তারা আরো বলেন, ওই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে গেলে তেতৈয়া গ্রামের লোকজন আমাদেরকে মারধর ও মা-বোনদেরকে বিভিন্নভাবে শ্লীলতাহানি করে এবং শারীরিক নির্যাতন করে ভোট কেন্দ্র দখল করে। ফলে গত প্রায় ১৫ বছর ধরে আমরা খিড্ডা গ্রামের লোকজন আমাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার থেকে বঞ্চিত।

তাই আমরা খিড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থাপনের জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র সুপারিশ সম্মিলিত আবেদনপত্র জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর দাখিল করেছি। আমরা খিড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থাপনের জন্য যথাযথ কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এ সময় ওই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সহ¯্রাধিক ভোটার শান্তিপূর্ণ মানববন্ধন ও সমাবেশে অংশ গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়