শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৭:৪৪

রায়পুরে শিক্ষার্থীদের মাঝে বইসহ উপকরণ ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

রায়পুরে শিক্ষার্থীদের মাঝে বইসহ উপকরণ ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব উন্নয়ন তহবিল থেকে নিহত-আহত জেলেকে চেক, বয়স্ক-প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠান হয়েছে।

৩৮টি বিদ্যালয়ের বুক কর্নারে ১০৬টি করে বই, ১২১টি বিদ্যালয়ে টিফিন বক্স, ব্যাগ, পানির জগ, নিহত তিন জেলেকে চেক, ৪জন বয়স্ক ও প্রতিবন্ধীকে হুইল চেয়ার, শিক্ষার্থীদের কম্পিউটার, ডেক্সটপ ও গ্রাম পুলিশদের মাঝে পোশাক বিতরণ করা হয়। এছাড়াও জেলা প্রশাসক শিশু নিকেতন একাডেমির নতুন ভবনের কার্যক্রম উদ্বোধন করেন।

অনুষ্ঠানে রায়পুরের ইউএনও ইমরান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, প্রকৌশলী সুমন মুন্সি, শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ওসি (তদন্ত) আবদুল মান্নান, সহকারী শিক্ষক প্রদীপ কুমার রায়, মোহাম্মদ আবু ছায়েদ ও ৪র্থ শ্রেণীর ছাত্রী আলিফা।

জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শুধু বই পেলেই হবে না, বই জ্ঞানের আলো ছড়ায়, তোমরা আলোকিত হয়ে জ্ঞানের পরিধি বাড়াবে এবং আলোকিত মানুষ হবে।''

জেলা প্রশাসকের হাত থেকে বই পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৪র্থ শ্রেণির আলিফা চোখে-মুখে উচ্ছ্বাস নিয়ে জানায়, খুব ভালো লাগছে, নতুন বই পড়বো, আজ থেকেই। প্রতি বছর আমাদের নতুন বই দেয়ার অনুরোধ জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়