শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ৩০ জুন ২০২১, ২০:০৫

চাঁদপুরে প্রায় দু'শতাধিক সিএনজি স্কুটার ও অটোরিকশা জব্দ, প্রতিবাদে বিক্ষোভ

মিজানুর রহমান
চাঁদপুরে প্রায় দু'শতাধিক সিএনজি স্কুটার ও অটোরিকশা জব্দ, প্রতিবাদে বিক্ষোভ

চাঁদপুরে সীমিত পরিসরে লকডাউন চলাকালে প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে প্রায় দুই শ' সিএনজি স্কুটার ও অটোরিকশা জব্দ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চালকরা।

আজ ৩০ জুন বুধবার দুপুরে শহরের স্টেডিয়াম রোডে সিএনজিচালিত স্কুটার ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা এ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা অন্যান্য যানবাহন চলাচলে বাধা দিয়ে সড়ক অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

অটো রিকশা চালকেরা বলছেন, করোনায় যানবাহন চলাচল নিষিদ্ধ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো ধরনের সহায়তা করা হচ্ছে না। এতে তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বাধ্য হয়ে তারা অটোরিকশা নিয়ে রাস্তায় বের হয়েছিলেন।

উল্লেখ্য, প্রশাসন পুলিশের সহায়তায় সোমবার সকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত শহরের নতুনবাজার ও পুরানবাজারের বিভিন্ন স্থান থেকে ১৮৬টি স্কুটার ও অটোরিকশা জব্দ করেছে। এর প্রতিবাদে তাঁরা বিক্ষোভ-মিছিল কর্মসূচি পালন করা হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, সড়কে চালকেরা কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেয়। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো যানবাহন সড়কে নামলেই চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন বলেন, ‘সরকারি সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করছি। এর আগে সরকারি প্রণোদনা দেয়া হয়েছিল। এবারও হয়তো সরকার সিদ্ধান্ত নেবে। তবে এখনো আমাদের কাছে সেই ধরনের কোনো নির্দেশনা আসেনি।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়