মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৮:৫০

মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে শ্রীমঙ্গলে আলোর মিছিল

মৌলভীবাজার প্রতিনিধি।।
মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে শ্রীমঙ্গলে আলোর মিছিল

দেশব্যাপী অস্থিতিশীলতা ও মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শ্রীমঙ্গল যুব ইউনিয়নের উদ্যোগে আলোর মিছিল, আলোচনা সভা ও গণসংগীত অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ জুলাই ২০২৫) সন্ধ্যায় শ্রীমঙ্গল চৌমুহনীতে মাইলস্টোনের নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোর মিছিল বের হয়ে পৌর শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা ও গণসংগীত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় সিপিবি শ্রীমঙ্গল শাখা, উদীচী উত্তরসূর শাখা, নবীন খেলাঘর সহ শ্রীমঙ্গলের সংস্কৃতিজনেরা।

শ্রীমঙ্গল যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক পার্থ দেবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি জহরলাল দত্ত, রামেন্দ্র দাস, সাবেক সাধারণ সম্পাদক, মৌলভীবাজার উদীচী, বিকাশ দাশ বাপ্পন, সভাপতি, যুব ইউনিয়ন শ্রীমঙ্গল, মোসাদ্দেক মেলা, সাবেক সভাপতি, সিপিবি শ্রীমঙ্গল, ঝিনুকেশ চৌধুরী, সাধারণ সম্পাদক, উদীচী উত্তরসূর শাখা।

এছাড়াও বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গলের সংস্কৃতিজন সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়