রবিবার, ১০ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দেবর-ভাবীর পরকীয়ায় বলি হলো দেবর
  •   হেরেম শরীফে নামাজ শেষে দুর্ঘটনায় আহত কামরুজ্জামান মারা গেছেন
  •   শাহবাগে অবস্থান ও ঋণ দেয়ার নামে চাঁদা আদায়কালে ফরিদগঞ্জে আটক দুই।। মুচলেকা দিয়ে ছাড়
  •   হাজীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
  •   প্রেমে ব্যর্থতায় দু কিশোরের আত্মহত্যা

প্রকাশ : ৩০ জুন ২০২১, ১৭:২৯

পুরানবাজারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ১১ বছরের বালকের মৃত্যু

মো: মিজানুর রহমান
পুরানবাজারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ১১ বছরের বালকের মৃত্যু

চাঁদপুর শহরের পুরানবাজার মোমফ্যাক্টরীতে গতকাল বুধবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিক নামের এগারো বছরের এক বালক মারা গেছে। আশিক পুরানবাজার ১ নং ওয়ার্ড মোম ফ্যাক্টরী মহল্লার জনৈক খোকনের ছেলে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে আশিক দুপুরের খাবার খেতে বসে টিভি দেখতে ফ্লাগ লাগাতে গিয়ে ঘরের বিদ্যুতের একটি ছেঁড়া তারে জড়িয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বেলা সোয়া তিনটার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার সময় আশিকের মা ঘরের ছিলেন না। তিনি নিতাইগঞ্জে অ্যাডঃ ফারজানার বাড়িতে ঝিয়ের কাজ করছিল আর বাবা খোকন কাজের জন্য শরীয়তপুরে অবস্থান করছে। একমাত্র সন্তানকে হারিয়ে অজ্ঞান হয়ে পড়ে ছেলেটির মা এবং স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ নাজমুল হক জানান, এখানে মৃত অবস্থায় আনা হয়। তখন আমাদের কোন কিছু করার ছিল না। পরে স্বজনরা চাঁদপুর সদর মডেল থানা ওসির সাথে যোগাযোগ করে আইনগত প্রক্রিয়ায় নিহতের মৃতদেহ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যায় এবং দাফন সম্পন্ন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়