শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ জুন ২০২১, ১৭:২৯

পুরানবাজারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ১১ বছরের বালকের মৃত্যু

মো: মিজানুর রহমান
পুরানবাজারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ১১ বছরের বালকের মৃত্যু

চাঁদপুর শহরের পুরানবাজার মোমফ্যাক্টরীতে গতকাল বুধবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিক নামের এগারো বছরের এক বালক মারা গেছে। আশিক পুরানবাজার ১ নং ওয়ার্ড মোম ফ্যাক্টরী মহল্লার জনৈক খোকনের ছেলে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে আশিক দুপুরের খাবার খেতে বসে টিভি দেখতে ফ্লাগ লাগাতে গিয়ে ঘরের বিদ্যুতের একটি ছেঁড়া তারে জড়িয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বেলা সোয়া তিনটার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার সময় আশিকের মা ঘরের ছিলেন না। তিনি নিতাইগঞ্জে অ্যাডঃ ফারজানার বাড়িতে ঝিয়ের কাজ করছিল আর বাবা খোকন কাজের জন্য শরীয়তপুরে অবস্থান করছে। একমাত্র সন্তানকে হারিয়ে অজ্ঞান হয়ে পড়ে ছেলেটির মা এবং স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ নাজমুল হক জানান, এখানে মৃত অবস্থায় আনা হয়। তখন আমাদের কোন কিছু করার ছিল না। পরে স্বজনরা চাঁদপুর সদর মডেল থানা ওসির সাথে যোগাযোগ করে আইনগত প্রক্রিয়ায় নিহতের মৃতদেহ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যায় এবং দাফন সম্পন্ন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়