প্রকাশ : ৩০ জুন ২০২১, ১৭:০৩
কচুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন
চাঁদপুরের কচুয়ায় ২০২০-২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুর্নবাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও কৃষি প্রান্তিক ২১০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ৩০ জুন বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার, আলমগীর তালুকদার, সাচার জগন্নাথ ধাম ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু প্রমুখ।
উল্লেখ্য, প্রণোদনা হিসেবে ৫০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড বীজ এবং ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া ১৬০ জন কৃষককে ৫ কেজি করে উফসি ধানের বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।