শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ৩০ জুন ২০২১, ১১:৫৬

মতলব দক্ষিণে উপজেলা আইন শৃংখলা ও মাসিক সম্বন্বয় সভা ভার্চুয়ালে অনুষ্ঠিত

রেদওয়ান আহমেদ জাকির

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সম্বন্বয় সভা ও উপজেলা আইন শৃংখলা সভা জুম ভার্চুয়ালের মাধ্যমে পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হয়।

আজ ৩০ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে ভার্চুয়ালে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদার, সদস্য মোফাজ্জল হোসেন, উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, খাদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, উপজেলা এনজিও সম্বন্বয় পরিষদের সাধারন সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এদিকে, পৃথক পৃথকভাবে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, উপজেলা নদী রক্ষা কমিটি ও উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষন কমিটি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাসিক সম্বন্বয় সভা ও ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। সভায় করোনা প্রতিরোধসহ সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়