প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১৮:০৬
এক শিশুর দায়ের আঘাতে আরেক শিশুর মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচরে খেলার সময় এক শিশুর দায়ের আঘাতে ১৪ মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে।
|আরো খবর
রোববার (১৭ নভেম্বর) বিকেলে ময়না তদন্ত শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। এর আগে গত ১৩ নভেম্বর দুপুর ১২টায় উপজেলার চর জুবলী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মধ্য চরবাগ্যা গ্রামের আব্দুল কাদিরের বাড়ির উঠানে এই ঘটনা ঘটে।
নিহত মো. তামিম হোসেন একই ইউনিয়নের মধ্য চরবাগ্যা গ্রামের মো. দুলালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তামিম নানার বাড়িতে বাবা-মায়ের সাথে স্থায়ীভাবে বসবাস করতো। গত ১৩ নভেম্বর নিজেদের বাড়ির উঠানে ভিকটিমের মামাতো ভাই মো. ইসমাইলের (৪) সাথে তার চাচাতো ভাই মো. জুনায়েদ (৭) খেলাধুলা করছিল। খেলার সময় ইসমাইল ও জুনায়েদের সাথে ঝগড়া লেগে যায়। এক পর্যাায়ে ইসমাইল হাতের কাছে থাকা দা জুনায়েদকে লক্ষ্য করে ছুড়ে মারে। ওই সময় জুনায়েদ সরে গেলে ভুলবশত তামিমের কপালে গিয়ে পড়ে এই দা। এতে তার মাথা কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে ভিকটিমের বাবা প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন। পরে ১৫ নভেম্বর রাতে ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্যে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ১৬ নভেম্বর সকালে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।