প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৮
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘনায় রবিউল আউয়াল (৪) নামে এক শিশু নিহত হয়েছে। ৮ সেপ্টেম্বর বুধবার রাতে ফরিদগঞ্জ পৌরসভাধীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে একটি অটোরিক্সা শিশুটিকে চাপা দিলে সে মারাত্বক আহত হয়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে। রাতেই চিকিৎসাধীন অবস্থায় রাতে শিশুটি মারা।
|আরো খবর
জানাযায় , পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে শিশুটি অন্যান্য শিশুর সাথে খেলা শেষে বাসায় ফিরছিলো। এসময় দৌড়ে রাস্তা পার হতে গিয়ে অটোরিক্সার নিচে চাপা পড়ে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।