প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৬
শাহরাস্তিতে যুবদল নেতা শাহজাহান মজুমদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
শাহরাস্তি পৌরসভা যুবদলের সাবেক সভাপতি, মোঃ শাহজাহান মজুমদার সাজুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ ৪ সেপ্টেম্বর বিকালে শাহরাস্তি পৌর যুবদলের উদ্যোগে পশ্চিম উপলতা বাগে জান্নাত জামে মসজিদে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়নের সভাপতিত্বে পৌর যুবদলের সদস্য সচিব আবদুল কাইয়ুম রিপনের সঞ্চালনায় এসময় শাহজাহান মজুমদার সাজুর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ্ মোহাম্মদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর মিয়াজী, পৌর বিএনপির সহ-সভাপতি সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম বিএসসি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান রায়হান, যুগ্ন সাধারণ সম্পাদক গাজী ফিরোজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন, মোঃ মাসুদ কবির, গোলাম কিবরিয়া, মহি উদ্দিন বাহার, বিএনপির নেত মোঃ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুদ আলম, সাংগঠনিক সম্পাদক কাজী সালাউদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তানভীর হাসান সোলায়মান, ১ং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মাঈনুদ্দিন, ছাত্র নেতা তানিউল আলম সাম্মী, সাহিত্যিক গাজী মোঃ কবির, বিএনপির নেতা মোঃ ছালামত উল্লাহ ও মোঃ সেলিম। স্মৃতি চারণ শেষে শাহজাহান মজুমদার সাজুর আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মনির হোসেন।