মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মিশরে ঈদে মিলাদুন্নবীর ঐতিহ্য ‘আরুসাত-আল-মোলিদ’ : জন্মদিনের পুতুল
  •   'বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য'
  •   চাঁদপুরের ২৪তম পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব
  •   ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা
  •   ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ২১:৪৩

মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২৮ মার্চ বিকেলে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ফরিদকান্দি গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে বেপারী বাড়ির পারভেজ হাসানের ছেলে সামিউল (৪) ও মেয়ে সামিয়া (৩)।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় বিকেলে বাড়িতে খেলা করছিলো তারা। একপর্যায়ে খেলতে খেলতে সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় তারা। পরে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা জানান, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে শুনেছি। তবে আইনগত ব্যবস্থাগ্রহণ করবে মতলব উত্তর থানা পুলিশ।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, শুনেছি দুই শিশু পানিতে পড়ে মারা গেছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগতব্যবস্থা গ্রহণ করব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়