প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৪:৩৯
শ্রীনগরে ঝড়ো হওয়া ও বজ্র বৃষ্টিপাত
শ্রীনগরে ঝড়ো হওয়া বজ্র বৃষ্টিপাত
|আরো খবর
মুন্সীগঞ্জের শ্রীনগরে ১৬ মার্চ রাত সাড়ে এগারোটা হতে ঝড়ো হওয়া বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের শুরু হয়। এতে গ্রাম অঞ্চলের বোরো ধানের জমিতে বোরো ধান , ফসলি জমির ফসল, সবজি বাগানের সবজি ,ফলজ ও বনজ গাছ ,মাটির তৈরি ঘরের ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে বলে জানা গেছে। ঝড়ো হওয়া শুরু হওয়ার সাথে সাথে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে রাতের আঁধারে ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঝড়ো হাওয়া বৃষ্টি ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।