বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ২৩:২৫

শারীরিক প্রতিবন্ধী মোঃ ইয়াছিনের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
শারীরিক প্রতিবন্ধী মোঃ ইয়াছিনের পাশে দাঁড়ালেন  জেলা প্রশাসক

ফরিদগঞ্জ উপজেলার ষালদানা এলাকার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী মোঃ ইয়াসিন মিয়া। শারীরিক ও আর্থিক দুরাবস্থার কারণে স্বাভাবিকভাবে উপার্জনে অক্ষম হওয়ায় পরিবার নিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করতেন। তিনি বিভিন্ন মানুষের কাছে শুনেছেন চাঁদপুরের জেলা প্রশাসক গরীর-দুঃখী মানুষের কথা শোনেন, তাদের পাশে দাঁড়ান। তাই একদিন সাহসে ভর করে জেলা প্রশাসকের অফিসিয়াল মোবাইলে ফোন দেন। তিনি ভাবতে পারেননি তার মতো গরীবের কথা জেলা প্রশাসক মন দিয়ে শুনবেন। ইয়াসিন তার দুরাবস্থার কথা সবিস্তারে তুলে ধরেন, তিনি বলেন, আমি প্রতিবন্ধী, আমি ভিক্ষা করে খেতে পারতাম। কিন্তু আমি নিজে রোজগার করে খেতে চাই। বাজারে সরকারি জায়গায় আমার ছোট একটা অস্হায়ী দোকান আছে, আমি বন্দোবস্ত পেয়েছি কিন্তু এখন আমাকে স্হানীয় প্রভাবশালী লোকজন তুলে দিচ্ছে। আমাকে আপনি যদি সহায়তা না করেন আমার মত অসহায়ের বাকী জীবন ভিক্ষা করেই খেতে হবে।"

তারপরই বদলে যায় দৃশ্যপট। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ দোকানঘর উচ্ছেদ বন্ধ করে দিয়ে উচ্ছেদকারীদের হুশিয়ারী দেন,যাতে ভবিষ্যতে শক্তিহীন ব্যক্তির সাথে অন্যায়ভাবে শক্তি প্রদর্শন না করা হয়। ইয়াছিন মিয়ার দুরাবস্থা লাঘবে তাকে অস্থায়ীভিত্তিতে বন্দোবস্তকৃত দোকানঘরটি মেরামতে সাহায্য করেন। দোকানে নতুন মালামাল তোলার জন্য নগদ অর্থসাহায্য প্রদান করেন। আজ সেই ইয়াসমিন জেলা প্রশাসকের কার্যালয়ে তার দোকানঘরের ছবি তুলে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে দেখাতে আসেন। জেলা প্রশাসক তাকে এগিয়ে চলার অনুপ্রেরণা দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়