শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ১৫:০৮

মতলবে সূর্যমুখী কচি-কাঁচার মেলার প্রধান প্রশিক্ষক স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে সূর্যমুখী কচি-কাঁচার মেলার প্রধান প্রশিক্ষক স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

মতলবের ঐতিহ্যবাহী শিশু সংগঠন সূর্যমুখী কচি- কাঁচার মেলার প্রবীণ সদস্য ও সাবেক প্রধান প্রশিক্ষক মরহুম দেওয়ান মোঃ তফাজ্জল হোসেন স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ আগস্ট সোমবার দুপুরে সূর্য মুখী কচি-কাঁচার মেলার আয়োজনে মেলার শিশু মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মাকসুদুল হক বাবলু।

কচি-কাঁচা প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলের সঞ্চালননায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মেলার সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, মেলার সদস্য নাসির আহমেদ সরকার, এস.এম সেলিম, মতলব সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, মেলার সদস্য মোস্তফা কাদরী, যুগ্ম সম্পাদক শাহিনা মজুমদার রতœা, রিয়াদুল আলম রিয়াদ, মেলার সাবেক প্রশিক্ষক ও শিক্ষক হোসেন শরীফ আহমেদ, ‘মরহুমের ছোট ভাই দেওয়ান মোঃ জাহাঙ্গীর প্রমুখ।

এ সময় মেলার সদস্য নাজমুল আহসান খোকন, গোলাম সারওয়ার সেলিম, মোঃ জাবেদ সিদ্দিকী, মোঃ আকতার হোসেন, শিক্ষক নেছার উদ্দিন, কামরুল হাসান নিপু, ইয়াসিন মিয়া ইমন, মাজহারুল ইসলাম রাসেল, জিসান আহমেদসহ মেলার সদস্যগণ ও স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেনের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য মরহুম দেওয়ান মোঃ তফাজ্জল হোসেন কর্মজীবনে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির জি এম হিসেবে অবসরে যান। তাঁর দুই ছেলে পেশায় ডাক্তার রয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়