প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ১৭:৩৫
শোক দিবসে ১৪নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে মিলাদ ও দোয়া
চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। ১৫ আগস্ট রবিবার বাদ জোহর বাবুরহাট বাইতুল ফালাহ জামে মসজিদে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। উক্ত মিলাদ ও দোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও চলমান মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুল ইসলাম নয়ন মিজি, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক শাহ্-আলম মজুমদার নান্নু, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির দুলাল মাল, হোসেন শেখ, কাদের, মোজাম্মেল হক পাটোয়ারী, ১৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মোস্তফা কামাল, সহ-সভাপতি টিটু, সাধারণ সম্পাদক আমিন খান সাংগঠনিক সম্পাদক মাসুদ মাল, সোনালী সুদিনের সংগঠনের সভাপতি হামিদ মাস্টার ও এলাকার মুসল্লীগণ। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা ফারুক আহমেদ।