প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১৬:১৪
ঢাকা দোহারে সড়ক দুর্ঘটনা আহত ১
১০ জুলাই সকাল সোয়া দশ টায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা ঢাকা দোহার সড়কের
জাহানাবাদে
দুটো অটোরিকশর মুখোমুখি সংঘর্ষ একটি অটোরিকশা সম্মুখের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।
এসময় যাত্রী হুসনে আরা( ৩৫) আহত হলে
স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ফার্মেসিতে নিয়ে এলে আহতের অবস্থা গুরুতর না হওয়ায়,
তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়রা জানান,যানবাহন চালকদের বেপরোয়া গতিতে যানবাহন চালানোর ফলে এই রাস্তাটিতে প্রায় সময় দুর্ঘটনা শিকার হন যাত্রী ও পথচারী।