প্রকাশ : ১১ আগস্ট ২০২১, ১৮:৫২
সারাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর বাড়ী ঘরে হামলা ও লুটপাট প্রতিবাদে
কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
১১ আগস্ট বুধবার বিকেল ৫টায় কুমিল্লা পূবালী চত্বরে কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে খুলনার রূপসার শিয়ালি, সুনামগঞ্জের শাল্লা, দিনাজপুরের চিরিরবন্দর, কুমিল্লার মুরাদনগর, পটুয়াখালীর কলাপাড়া, মৌলভীবাজারের কুলাউড়া, ঢাকার সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণ অপহরণ ও হত্যাসহ দেশের বিভিন্নস্থানে সাম্প্রদায়িক উস্কানি এবং ধর্মীয় জাতিগত সংখ্যা লঘুদের বাড়ী ঘর ব্যবসা প্রতিষ্ঠান-উপাসনালয়ে অব্যাহত হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবরদখল প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
|আরো খবর
এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায় ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, যুগ্ম সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার, এক্য পরিষদ নেতা এডভোকেট মানিক কুমার ভৌমিক ও এডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ট্রাস্টি নির্মল পাল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর সভাপতি কানাই নাগ ও সাধারণ সম্পাদক বরুন চক্রবর্তী প্রমুখ।
এদিকে, এর আগে একইস্থানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন- অচিরেই দেশের বিভিন্নস্থানে সাম্প্রদায়িক উস্কানি এবং ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের বাড়ী-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান-উপাসনালয়ে হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবর দখলকারীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।