প্রকাশ : ১১ আগস্ট ২০২১, ১৭:৪৮
কচুয়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক প্রকৌশলী জহিরুল হক নিহত
চাঁদপুর জেলা পরিষদের সাবেক সহকারী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল হক (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের সানন্দকড়া ব্রীজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তিনি কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের পিপলকড়া গ্রামের আব্দুল মজিদের পুত্র।
|আরো খবর
স্থানীয় অধিবাসী আরিফ হোসেন জানান, প্রকৌশলী জহিরুল হক সকাল ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা সড়কের সানন্দকড়া ব্রীজের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশ পারাপারের সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয় । স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মর্ডাণ হাসপাতালে নিয়ে ভর্তি করান। দুপুর ১টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি..........রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত জহিরুল হক কচুয়া উপজেলা প্রকৌশলী হিসেবে ২০০১-২০০৪ ইং সাল পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি জীবদ্দশায় তার পিতা মরহুম আঃ মজিদের নামে মডেল স্কুলের প্রতিষ্ঠাতা করে গেছেন। এছাড়া তিনি এলাকার মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় কাজের সাথে জড়িত ছিলেন।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, জহিরুল হককে বাদ মাগরিব তাঁর পিতার নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান আঃ মজিদ মডেল স্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় জহিরুল হকের মৃত্যুর ঘটনায় আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। কারো কোন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।