চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে ফরিদগঞ্জে মানববন্ধন
প্রকাশ : ২৪ জুন ২০২১, ২০:৪২
চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ডাকাতিয়া নদীর উপর অবস্থিত চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছে শ্রমিক, চালকসহ সাধারণ মানুষ।
|আরো খবর
আজ ২৪ জুন বৃহষ্পতিবার বিকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে শ্রমিক জনতা ঐক্য পরিষদের উদ্যোগে ও উপজেলা এবং পৌর শ্রমিক লীগের সহযোগিতায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক জনতা ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি কাজী হানিফ, সাধারণ সম্পাদক শাহআলম মিয়াজী, পৌর শ্রমিক লীগের সভাপতি কাজী কাউছার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কে যাতায়াতকারি যানবাহন থেকে ডাকাতিয়া নদীর উপর নির্মিত চাঁদপুর সেতুতে টোল আদায় গত ২০০৫ সাল থেকে চলছেই। ডাকাতিয়া নদীর উপর চাঁদপুরে একই মাপের তিনটি সেতুর মধ্যে দুটির টোল আদায় বন্ধ হলেও শুধু বন্ধ হয়নি চাঁদপুর সেতুর টোল আদায়। জনগণ ও চালকদের অভিযোগ টোল আদায়ের ক্ষেত্রে সড়ক ও জনপথ বিভাগ দ্বৈতনীতি অবলম্বন করেছে।