প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৭
শ্রীনগর বাড়ৈগাঁও উত্তরপাড়া নূরানী মাদ্রাসার শিক্ষার্থীর শিক্ষা উপকরণ বিতরণ
আব্দুল মান্নান সিদ্দিকী
১৭ ফেব্রুয়ারি দুপুর ২টায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও উত্তরপাড়া নূরানী মাদ্রাসার ছাত্র-ছাত্রীর মাঝে নতুন ব্যাগ ও বই বিতরণ করা হয়েছে।
এ উপস্থিত ছিলেন বাড়ৈগাঁও গ্রামের কৃতী সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী ধর্ম অনুরাগী সাজেদ মামুন। উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি মোঃ শামসুল আলম মুন্সি, উত্তরপাড়া মসজিদের ইমাম বাড়ৈগাঁও হাফেজিয়া ও নূরানী মাদ্রাসার সভাপতি ও আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ইউপি সদস্য রানা হাবিবুল্লাহ মিয়া, হাজী মোঃ জোনায়েদ হোসেন, মোঃ আবুল হাসেম, মাছুম বেপারী, আবুল হোসেন হাওলাদার, আজু হাওলাদার, হিরো বেপারী, সজল, কাজল,মারজান ও অভিভাবকবৃন্দ।