প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৬
শ্রীনগর ভাগ্যকুলে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
শ্রীনগর ভাগ্য কুলে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।
|আরো খবর
৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে ৩টায়
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন সাহাদাতের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিম খান।
আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান, সহ-সভাপতি আবির , ছাত্রলীগের সাবেক নেতা জাকির হোসেন পেরট, শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম লিমন , ভাগ্যকুল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মজিবুর রহমান তালুকদার, ফজলুর হক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সেলিম আহমেদ, মাওলানা মোঃ আবুল খায়ের আনোয়ারী কামারগাঁও আল-আমিন ইসলামীয়া মাদ্রাসা, মাওলানা মোঃ আলমগীর হোসেন খতিব, কামারগাঁও বাইতুল ফালাহ্ জামে মসজিদ, শ্যমল চন্দ্র সাহা সহ সাধারণ সম্পাদক ভ্যগকুল ইউনিয়ন পূজা উদযাপন কমিটির ও ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকগন, মাসজিদের ঈমাম, মন্দিরের পুরোহিতসহ এলাকার সুধী সমাজ উপস্থিত ছিলেন।