প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:১১
শ্রীনগরে চুরি মামলায় তিন আসামীসহ ৬ জন গ্রেফতার
শ্রীনগরেচুরির মামলায় তিন আসামীসহ ৬ জন গ্রেপ্তার। চুরির মামলায় গ্রেপ্তারকৃত আসামীরা হলেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলাপূর্ব বাগড়া এলাকার মোঃ মিরাজ , শান্ত বেপারী ও শামীম মোল্লা। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার ২ সেপ্টেম্বর দিবাগত রাতে শ্রীনগর উপজেলার পূর্ব বাঘড়া সৌদী আরব প্রবাসী মোহাম্মদ বাবুর বাড়িতে চুরি করতে গিয়ে এলাকার জনগণ তাদের তিনজনকে আটক করে।
|আরো খবর
পুলিশে সংবাদ দিলে বাগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ সামিউল ইসলাম শিপন ঘটনাস্থলে আসলে আসামীদের তার কাছে হস্তান্তর করেন। এলাকাবাসীরা জানান, রাতে লোহারগ্রিল ভেঙ্গে বিল্ডিং এ প্রবেশ করে চোরের দল। এ সময় বাড়ির কেয়ারটেকার এর স্ত্রী নিপুনী বেগম চিৎকার দিলে এলাকাবাসী তিনজনকে আটক করে। এ ব্যাপারে প্রবাসী মোঃ বাবুর বড় ভাই থানায় একটি মামলা দায়েরল করেন।
অপরদিকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিনজন আসামীকে গ্রেফতার করেন তারা হলেন মাদক মামলার আসামী মনির হোসেন ও মনি দাস। অপর আসামী হলেন ওয়ারেন্টভুক্তআসামি উজ্জল মন্ডল। এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান একটি চুরির মামলা হয়েছে আসামীদের আদালতেপ্রেরণ করা হয়েছে।