প্রকাশ : ০৫ মে ২০২২, ২১:৫২
শ্রীনগরে বাঘরা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সামান্য বৃষ্টিতে জলাবদ্ধ
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাঘরা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়েরসম্মুখের খোলা জায়গাটি একটু বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ৫মে ভোররাতের মুষলধারে বৃষ্টি তে বিদ্যালয়েরসামনেরজায়গাটি সম্পূর্ণভাবে তলিয়ে গেছেদেখে মনে হয়ভয়াবহ বন্যা। বিদ্যালয়ের নিজস্ব ভবন ছাড়া তাদের কোন জায়গা নেই। বিদ্যালয়ের সম্মুখের জায়গাটির সত্ত্বাধিকারী আবুল বাশার তালুকদার এ প্রতিনিধিকে জানান। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খোলা ধুলার কোন জায়গা না থাকায় মানবিক কারনে এবং বিদ্যালয়টিতে বেশিরভাগ শিক্ষার্থী ছোট ছোট শিশু তাই মৌখিকভাবে খেলাধুলার অনুমতি দিয়েছি। জায়গাটি নিচু হওয়ায়একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতার পানি সরানোর জন্য একটিপাইপ দেয়া হয়েছিল কিন্তু পাইপটির মুখ বাদল তালুকদার বন্ধ করে দিয়েছেন।
|আরো খবর
এই ব্যাপারে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার এর সাথে টেলিফোনে কল করেওতাকে পাওয়া যায়নি। অফিস সহায়ক জামাল এ প্রতিনিধিকে জানান ঈদের ছুটির কারণে সকলেই পারিবারিক কাজে ব্যস্ত। তিনি আরো জানান বিদ্যালয়টিতে ২২৫জন ছাত্র-ছাত্রী ৬জন শিক্ষক রয়েছেন।বিদ্যালয়ের সামনের এ ছোট জায়গাটি খেলাধুলামাঠ হিসাবে ছাত্র-ছাত্রীরা ব্যবহারকরে। অভিযুক্ত বাদল তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ব্যক্তিগত কারণেই তিনি পাইপটির মুখ বন্ধ রেখেছিলে এখনই তিনি তা খুলে দিবেন।