প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ১৪:০১
হাইমচরে ডিগ্রি কলেজ রোড থেকে তেলিরমোড় ও লঞ্চঘাট পর্যন্ত রাস্তার বেহাল দশা
হাইমচর উপজেলার ডিগ্রি কলেজ রোড থেকে তেলির মোড় ও লঞ্চ ঘাট পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। ভোগান্তি পোহাচ্ছেন ৫ শতাধিক পরিবারের শিশু ও বৃদ্ধসহ ঢাকায় যাতায়াত করা লঞ্চযাত্রীরা। বর্ষায় অতিমাত্রায় বৃষ্টি আর পানির চাপে ভেঙে যাওয়া এ রাস্তা অটো, সিএনজি, রিকশা, সাইকেল, কিংবা মোটরসাইকেল চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে নিদারুণ অবহেলায়।
|আরো খবর
স্থানীয়রা জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গ্রামে বাড়বে জনসংখ্যা, সেই সাথে লঞ্চযাত্রীদেরও হবে উপচে পড়া ভীর। রাস্তাটি ঈদুল আজহার পূর্বে মেরামত না করা হলে ভোগান্তিতে পড়তে হবে শহর থেকে আগত যাত্রীদের।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সোবহান বলেন, করোনা মহামারীর কারণে সমগ্র দেশ স্তব্ধ হয়ে আছে। সরকার দেশের বৃহৎ স্বার্থে বিরামহীন কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছে। তবে খুব সহসাই রাস্তাটির মেরামত কাজ শুরু করা হবে।
রাস্তাটি মেরামত করে যাতায়াত ব্যবস্থা সুগম করতে ও লঞ্চযাত্রীদের ভোগান্তি লাঘব করতে স্থানীয় জনপ্রতিনিধিসহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।