শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১২ জুলাই ২০২১, ২০:০৭

কচুয়ায় করোনার টিকাদান কার্যক্রম শুরু

মোহাম্মদ মহিউদ্দিন, কচুয়া প্রতিনিধি
কচুয়ায় করোনার টিকাদান কার্যক্রম শুরু

কচুয়ায় করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ ১২ জুলাই সোমবার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শুরুর দিনেই সর্বমোট ১শ' ৮৮ জন আবেদনকারী এ টিকা গ্রহণ করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন মাহমুদ জানান, যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা এখনই ২য় ডোজ টিকা নিতে পারবেন না। ২য় ডোজ টিকার জন্য তাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। পূর্বে যারা রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করেছে, অথচ টিকা দেয়ার জন্য ম্যাসেজ যাওয়ার পরও টিকা নিতে আসেনি; তাদের কাছে নতুন করে আর ম্যাসেজ যাবে না। তারা সরকারি ছুটির দিন ব্যতীত যে কোনো দিন হাসপাতালে এসে টিকা নিতে পারবে। তবে টিকা যত তাড়াতাড়ি সম্ভব নেয়া উচিত।

তিনি আরো জানান, নতুন করে যারা রেজিস্ট্রেশন করেছে, তাদের মোবাইল ফোনে টিকা নেয়ার জন্য তারিখসহ ম্যাসেজ যাবে। যারা ম্যাসেজ পাবেন শুধু মাত্র তারাই টিকা দিতে আসবেন। টিকা কার্ডে যে কেন্দ্রের নাম লিখা আছে, সেই কেন্দ্রেই টিকা দিতে হবে। কোন রকমেই নিয়ম পরিবর্তন করা সম্ভব না। টিকা দেয়ার ক্ষেত্রে বয়স্ক ব্যক্তি ও বিদেশগামী কুয়েত এবং সৌদি আরব ছাড়া অন্য যে কোন দেশে যাওয়ার লোক অগ্রাধিকার পাবে। স্বাস্থ্য বিধি মনে চলুন। নিজে ভালো থাকুন। নিজের পরিবারকে সুরক্ষিত রাখন। নিজের সমাজকে রক্ষা করুন। এতেই রক্ষা পাবে আমাদের প্রিয় মাতৃভূমি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়