প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২২, ২০:৫৩
মতলব উত্তরে ইটভাটা বন্ধ করলো ভ্রাম্যমাণ আদালত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নন্থ কালিপুরের অভিযান চালিয়ে নাজির আহমেদ ব্রিকস নামের একটি ইটভাটা বন্ধ করে দিয়েছেন মোবাইল কোর্ট ।
|আরো খবর
সোমবার (৩১ জানুয়ারী) বেলা আড়াইটার অভিযান পরিচালনা করে ব্রিকসের কার্যক্রম বন্ধ করে দেন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেদায়েত উল্লাহ।
প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও ব্রিকসের কার্যক্রম আইনী বৈধতা না থাকায় ইটভাটা বন্ধ করা হয়েছে। এসময় ব্রিকস এর কার্যক্রম যাতে পরিচালনা করতে না পারে এজন্য ব্রিকসের অগ্নি বার্নারে পানি দিয়ে ভিজিয়ে দেয়া হয়েছে ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, কারো সাথে আমাদের কোন শত্রুতা নেই। সরকারি নির্দেশনা পালন করার জন্যই আমাকে এই কাজ করতে হয়েছে। সরকারি নির্দেশনা পালন করার লক্ষ্যে এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।