শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২২, ২১:০৫

শিক্ষক রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

সোহাঈদ খান জিয়া
শিক্ষক রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

চাঁদপুর শহরের বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলামের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার বাদ মাগরিব মরহুমের শ্বশুর বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামে দাফন করা হয়।

নামাজে জানাজায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আঃ হাই, বাগাদী ইউনিয়নের চারবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল,ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, মরহুমের বড় ভাই ইসমাইল, আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃআনোয়ার হোসাইন, পিটিএ কমিটির সহ সভাপতি আতাউর রহমান পাটোয়ারী,বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ কুদ্দুছ পাটোয়ারী, ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহজাহান শাজু পাঠান প্রমুখ।

এছাড়া নামাজে জানাজায় বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,শিক্ষক রফিকুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী, ২ কণ্যা,১ ভাই ১ বোনসহ অসংখ্য ছাত্র ছাত্রী ও গুণ গ্রাহী রেখে যান।

মরহুমের নামাজে জানাজায় বিভিন্ন স্থান থেকে অসংখ্য লোকজন এসে অংশ গ্রহণ করেন। এদিন মরহুমের লাশ পশ্চিম সকদী সাহেব বাজার তার শ্বশুর বাড়িতে নিয়ে আসলে অসংখ্য ছাত্র ছাত্রী, অভিভাবক ও এলাকার মানুষের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠে।সবাই শেষ বারের মতো তাকে দেখারজন্য ভীড় জমায়।

রফিকুল ইসলামকে গত বুধবার তার কর্মস্থল চাঁদপুর শহরের বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে নেওয়ার পর তিনি মারাযান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়