শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ১৯:০৬

২০ ও ২১ জানুয়ারি ইসলামপুর দরবার শরীফের ৭৮তম ইছালে ছাওয়াব

এমরান হোসেন লিটন
২০ ও ২১ জানুয়ারি ইসলামপুর দরবার শরীফের ৭৮তম ইছালে ছাওয়াব

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী ইসলামপুর দরবার শরীফের ৭৮তম ইছালে ছাওয়াব মাহফিল আগামী ২০ ও ২১ জানুয়ারি বৃহস্পতি ও শুক্রবার ইসলামপুর শাহ্ ইয়াছিন (রহ:) ফাজিল মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফুরফুরা শরীফের পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহিল মারুফ ছিদ্দিকী আল কোরাইশী। সভাপতিত্ব করবেন দৈনিক ইনকিলাবের সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দীন।

ইছালে ছাওয়াব মাহফিলের ১ম দিন বিকাল ৩টায় ও ২য় দিন বাদ জুমা ওয়াজ শুরু হবে। মাহফিলে ওয়াজ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ড. কাফীল উদ্দীন সরকার সালেহী, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ড. এ কে এম মাহবুবুর রহমান, ছারছিনা কামিল মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা মাহমুদুর মুনির হামীম, ইসলামপুর শাহ্ ইয়াছিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমীর হোছাইন। নারায়ণগঞ্জের তল্লা জামে মসজিদের খতিব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান, কুমিল্লা শাসনগাছা ওয়াপদা জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ বেলাল হোছাইন চিশতী, কক্সবাজার আদর্শ কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা তানভীর আহমেদ।

মাহফিলে আরো বহু ওলামায়ে কেরামগণ তাশরিফ আনবেন। উক্ত মাহফিলে মুসলমান ভাইদের শরীক হওয়ার আহ্বান জানিয়েছেন এন্তেজামিয়া কমিটির- মো. জোবায়ের হোসাইন, মো. আবু জাফর, মো. আবুল খায়ের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়