রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২২, ২০:৪৩

মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রবের রাষ্ট্রীয় মর্যাদা

অনলাইন ডেস্ক
মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রবের রাষ্ট্রীয় মর্যাদা

মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ফতেপুর গ্রামের কৃতি সন্তান ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মৌলভী গত ৯ জানুয়ারী দিবাগত রাত আনুমানিক ২টায় চাঁদপুর সদর হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না,,,রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো (৮৬) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্ত্বীয়স্বজন রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ ১০ জানুয়ারী বাদ যোহর ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহর নেতৃত্বে একদক চৌকস পুলিশ বীর মুক্তি যোদ্ধা আব্দুর রবের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করেন। জানাজায় অংশ গ্রহণ করেন ৭১ এর বীর মুক্তি যোদ্ধা গন,সূধী বৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ বৃন্দ, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব এর রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের তৃতীয় বারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন মাষ্টার, বীর মুক্তি যোদ্ধা নুরুল হক, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠিতা সেক্রেটারি সাংবাদিক গোলাম নবী খোকন, আওয়ামিলীগ নেতা আইয়ূব আলী দেওয়ান, কাজী সালাউদ্দিন, উপজেলা বিএনপির নেতা কবির হোসেন মজুমদার, ইউপি সদস্য মহর আলী জনি প্রমূখ।

জানাজায় অংশগ্রহণকারী সকলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্ত তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজা শেষে মরহুমকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়