বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২২, ১২:৫৭

'ক' শ্রেণিতে উন্নীত হলো ফরিদগঞ্জ পৌরসভা

রাসেল হাসান:
'ক' শ্রেণিতে উন্নীত হলো ফরিদগঞ্জ পৌরসভা

অবশেষে 'খ' শ্রেণি থেকে 'ক' শ্রেণির পৌরসভায় উন্নীত হলো ফরিদগঞ্জ পৌরসভা। ৩ ডিসেম্বর সোমবার স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার বিগত ৩১-০৫-২০১১ খ্রিঃ তারিখের ৮১১ নং স্মরকমূলে জারিকৃত পরিপত্র মোতাবেক সরকার ফরিদগঞ্জ পৌরসভাকে 'খ' শ্রেণি থেকে 'ক' শ্রেণিতে উন্নীত করেছে মর্মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে মর্মে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব ফারজানা মান্নান।

এর আগে সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেনে মঞ্জিল নেতৃত্বাধীনকালীন ফরিদগঞ্জ পৌরসভা 'গ' শ্রেণি থেকে 'খ' শ্রেণিতে উন্নীত করার জন্য মন্ত্রনালয়ে চিঠি প্রেরণ করেন। পরবর্তীতে মাহফুজুল হক পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর ফরিদগঞ্জ পৌরসভা 'গ' শ্রেণি থেকে 'খ' শ্রেণিতে উন্নীত হওয়ার প্রজ্ঞাপন জারি করা হয় আর বর্তমান পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর নেতৃত্বকালীন সময়ে ফরিদগঞ্জ পৌরসভা 'খ' শ্রেণি থেকে 'ক' শ্রেণিতে উন্নীত হলো। তাঁর আমলেই মন্ত্রনালয়ে চিঠি প্রেরণ করা হয় এবং প্রজ্ঞাপনও জারি করা হয়। এ বিষয়ে স্বস্তি প্রকাশ করেছেন ফরিদগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চাঁদপুর কণ্ঠকে তিনি জানান, আমি আনন্দে আপ্লুত। এটি আমার নির্বাচনী ওয়াদা ছিলো। আমি তা করতে পেরেছি। আমি এই বয়সে বহুবার মন্ত্রনালয়ে দৌড়াদুড়ি করেছি। আমার ছেলে রাহুল পাটওয়ারী পৌরসভাটি 'ক' শ্রেণিতে উন্নীত হওয়ার জন্য অক্লান্ত শ্রম দিয়েছে। আমাদের ফরিদগঞ্জের সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, সচিব হাবিবুর রহমান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল পাটওয়ারীর ভাই এ জন্য অনেক সহযোগিতা করেছেন। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।

আবেগ আপ্লুত হয়ে অশ্রুশিক্ত ভাবে পৌর মেয়র আরো বলেন, ফরিদগঞ্জ পৌরসভা 'ক' শ্রেণিতে উন্নীত হয়েছে সত্যি কিন্তু আমি যদি ফরিদগঞ্জ পৌরসভার অবহেলিত মানুষের জীবন মানের উন্নয়নে কাজ করে যেতে না পারি তবে 'ক' শ্রেণিতে উন্নীত হওয়াটাই বৃথা। যতদিন বাঁচি পৌরসভার উন্নয়নে, পৌরবাসীর জীবন মানোন্নয়নে কাজ করে যাবো।

ফরিদগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্নান পরাণ চাঁদপুর কণ্ঠকে জানান, আমরা আনন্দিত, উৎফুল্ল। আমাদের পৌর মেয়র মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় পৌরসভাটি 'ক' শ্রেণিতে উন্নীত হলো। 'ক' শ্রেণির পৌরসভা হিসেবে যে সুযোগ সুবিধা পৌরবাসী পাওয়ার কথা তা অচিরেই পাবে। বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প চলমান। প্রকল্পের কাজ শেষ হলে 'ক' শ্রেণির পৌরসভার সকল সুযোগ সুবিধা পৌরবাসী ভোগ করবেন।

পৌরসভার সদরস্থ ৮নং ওয়ার্ডের টানা ৩ বারের নির্বাচিত কাউন্সিলর মোঃ জাকির হোসেন গাজী চাঁদপুর কণ্ঠকে জানান, আমাদের চেয়ে আনন্দিত আর কে হতে পারে? বর্তমান পৌর মেয়র জনাব আবুল খায়ের পাটওয়ারী সাহেব নির্বাচিত হওয়ার পর উনার প্রথম প্রতিশ্রুতিই ছিলো পৌরসভাকে 'ক' শ্রেণিতে উন্নীত করবেন। উনি ও উনার সুযোগ্য সন্তান রাহুল পাটওয়ারীর পরিশ্রমের ফল আজকের এই 'ক' শ্রেণিতে উন্নীত হওয়া। শীঘ্রই পৌরবাসী 'ক' শ্রেণির পৌরসভার সুযোগ সুবিধা ভোগ করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়