প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ১৬:১৬
হাজীগঞ্জ পশ্চিম বাজারে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বর’ এর উদ্বোধন
হাজীগঞ্জ পশ্চিম বাজারের হাজীগঞ্জ-রামগঞ্জ-গৌরিপুর বিশ্বরোড (চৌরাস্তা) এলাকায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বর’ এর উদ্বোধন করা হয়েছে।
পৌরসভার অর্থায়নে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপর স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বরের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। উদ্ধোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করনে, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
এ সময় টেলিকনফারেন্সের মাধ্যমে মেজর অব: রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেন, চর্তুমূখী সড়কের মাঝখানে স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল দেখলে শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হবে। তারা অনুধাবন করবে, একটি পরাধীন দেশের সার্বভৌমত্ব অর্জনে বঙ্গবন্ধু কতটা ত্যাগ, সংগ্রাম ও যোগ্য নেতৃত্ব দিয়েছেন। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু শ্রদ্ধার সাথে স্মরনীয় হয়ে থাকবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য যে অবদান রেখে গেছেন, তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সেই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ বহুদূর এগিয়েছে। আজ বিশ^ দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছি আমরা। এগিয়ে যাচ্ছি অপ্রতিরোধ্য গতিতে। যা উন্নয়নশীল দেশের জন্য রোল মডেল। এ সময় তিনি দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বর স্থাপনে পৌর মেয়রসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর রায়হানুর রহমান জনির সঞ্চা লনে দেশ ও জাতির সমৃদ্ধি, বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং পৌরবাসীর মঙ্গল কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাজীগঞ্জ বাজারস্থ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মো. ফয়সাল আহমেদ।
এ সময় পৌরসভার প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, প্যানেল মেয়র-২ ও কাউন্সিলর আজাদ হোসেন মজুমদার, প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত নারী কাউন্সিলর রোকেয়া বেগম, কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, মোহাসীন ফারুক বাদল, সুমন তপদার, মো. শাহআলম, হাজী মো. কবির হোসেন কাজী, মো. বিল্লাল হোসেন, মো. সাদেকুজ্জামান ও মো. শাহআলম উপস্থিত ছিলেন।
এছাড়াও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহম্মদ খসরু, সাংগঠনিক সম্পাদক মো. শামসুজ্জামান মুন্সী, প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেন, পৌর যুবলীগের আহবায়ক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বীসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাজীগঞ্জ পৌরসভার অর্থায়নে নির্মিত ভাস্কর্যটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বর’ নামকরনের অনুমতি দেয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট। এর আগে ২০২০ সালের ৬ ফেব্রæয়ারী হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের আবেদনের ভিত্তিতে গত ২০২১ সালের ২৭ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর ট্রাস্টি বোর্ড সভায় এই নামকরনের অনুমতি দেওয়া হয়।