বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ২৩:৪৫

আর্থিক সাহায্য পেলে সুস্থ হতে পারবেন শহরের শহিদুল

অনলাইন ডেস্ক
আর্থিক সাহায্য পেলে সুস্থ হতে পারবেন শহরের শহিদুল

শহিদুল আলম বাদল চাঁদপুর শহরের ১২নং ওয়ার্ডের মাদ্রাসা রোডের মুন্সী বাড়ী এলাকার বাসিন্দা। ৪৫ বছর বয়সী এই মানুষটি আর্থিক অনটনে নিজের পায়ের চিকিৎসা করতে পারছেন না। চাঁদপুর সদর হাসপাতালের ২য় তলায় পুরুষ ওয়ার্ডে তিনি সুকিৎসার আকুতি নিয়ে ভর্তি রয়েছেন দীর্ঘ দেড় মাস।

২৯শে ডিসেম্বর বুধবার সদর হাসপাতালে গেলে এসব কথা বলেন, শহিদুল আলম বাদল (০১৮৩৮৮২২১০১) নিজেই।

তিনি বলেন, পাকা দালানে রং মেস্ত্রী হিসেবে কাজ করতেন। এই আয় দিয়েই স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সন্তানকে নিয়ে সংসার চালিয়ে নিতেন। কিন্তু হঠাৎ পেশাগত কাজ করতে গিয়ে বাম পায়ে ১টি লোহার প্যারেক ঢুকে যায়। পরবর্তীতে তা বের করলেও সুচিকিৎসার অভাব ও ডায়াবেটিস এর কারনে পা পঁচতে শুরু করে। 

শহিদুল আলম বাদল কেঁদে কেঁদে বলেন, চাঁদপুর সদর হাসপাতালের অর্থপেডিক সার্জারী ডাক্তারদের পরামর্শে ঢাকায় গিয়ে পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করেছি। কিন্তু ডাক্তাররা বলেছে পায়ের রগ পঁচে গেছে। এই পা ভালো হতে ডাক্তার বলছেন ৫/৬ লক্ষ টাকা লাগতে পারে। আমি দিন মজুরের কাজ করতাম। এতো টাকা কি জোগাড় করা সম্ভব? তাই আর্থিক অভাবে আবারো এই সদর হাসপাতালেই এসে ভর্তি রয়েছি। এখন পরিবার কিভাবে চলবে সেই চিন্তায় জীবন মৃত্যুর দিন গুনছি। 

এ খবর পেয়ে শহিদুল আলম খোকনের খোঁজ-খবর নিতে হাসপাতালে ছুটে আসেন স্থানীয় সমাজসেবক আলীম আল রাজি কবির। তিনি দুঃখ প্রকাশ করে অসহায় শহিদুল আলম খোকনের সুচিকিৎসায় জনপ্রতিনিধি, প্রশাসনসহ সুধীমহলকে আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়