বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ২০:৫২

হাজীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ মুন্সীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হাজীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ মুন্সীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. হারুনুর রশিদ মুন্সীর (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঁঠালী গ্রামের মুন্সী বাড়িতে মরহুমের দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে বাদ যোহর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২৬ ডিসেম্বর রোববার দিবাগত রাতে অসুস্থতাজনিত কারনে মো. হারুনুর রশিদ মুন্সী রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তানসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী রোকেয়া সুলতানা হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একমাত্র সন্তান ফারহান রশিদ নাবিল যুক্তরাজ্যের গøাসগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বুধবার দুপুরে জানাযার পরে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার এবং গার্ড অব অনারে সালাম প্রদান করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ। এসময় বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, অন্যান্য সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদের মুসুল্লী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

জানাযার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অধ্যাপক এ.কে.এম ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ মো. নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন ও ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ও মরহুমের ছেলে ফারহান রশিদ নাবিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের নেতৃত্বে পৌর আওয়ামী লীগ, সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল মান্নান খাঁন বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমানের মজুমদারের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, আলহাজ¦ হেলাল উদ্দিন মিয়াজী ও গাজী মাইনুদ্দিনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের কফিনে পুস্তস্তবক অর্পন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়