শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

লকডাউনে বড়স্টেশন ঘুরতে আসায় দর্শনার্থীদের ব্যতিক্রমী শাস্তি

প্রকাশ : ০৯ জুলাই ২০২১, ২২:০৮

লকডাউনে বড়স্টেশন ঘুরতে আসায় দর্শনার্থীদের ব্যতিক্রমী শাস্তি
অনলাইন ডেস্ক

কঠোর লকডাউনের মধ্যে ত্রিনদীর মিলনস্থল চাঁদপুর শহরের বড়স্টেশন ঘুরতে আসা দর্শনার্থীদের ১৫ মিনিট বসিয়ে রেখে ব্যতিক্রমী শাস্তি দেয়া হয়েছে। গতকাল ৯ জুলাই শুক্রবার বিকেলে চাঁদপুরের বড়স্টেশন মোলহেডে জেলা প্রশাসন ও বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে দর্শনার্থীদের এ শাস্তি দেন।

জানা গেছে, চাঁদপুর শহরের একমাত্র পর্যটন এলাকা বড়স্টেশন মোলহেড। এখানে সব সময় লোক সমাগম থাকে। কঠোর বিধি-নিষেধের মধ্যেও মানুষজন এখানে এসে জড়ো হয়। লকডাউনের শুরু থেকেই বড়স্টেশন মোলহেডে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় গতকাল বড়স্টেশন মোলহেডে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরীর নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালান। এ সময় বিজিবি দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন সেখানে ঘুরতে আসা দর্শনার্থীরা। মোলহেডের চারপাশ ঘিরে ফেলেন বিজিবি সদস্যরা। পরে আটক দর্শনার্থীদের এখানে না আসার প্রতিজ্ঞা করিয়ে প্রায় ১৫ মিনিট বসিয়ে রেখে শাস্তি দেয়া হয়।

চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস বলেন, আমি এখানে প্রতিদিন এসে মানুষদের সচেতন করি। লকডাউনে বড়স্টেশন মোলহেডে আসায় নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও কিছু মানুষ এখানে এসে নিয়ম ভঙ্গ করে। পুলিশ থাকলেও তাদের কথা অনেকে শোনে না। আমরা চেষ্টা করবো, যাতে কেউ এখানে এসে ভিড় না জমায়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল চৌধুরী বলেন, জেলা প্রশাসকের নির্দেশে আমরা কঠোরভাবে মাঠে কাজ করে যাচ্ছি। শহরে অযথা কেউ বের হলে মোবাইল কোর্টে জরিমানা করা হচ্ছে। শুক্রবার বিকেলে বড়স্টেশন মোলহেডে কিছু মানুষ জড়ো হয়। তাদেরকে মোবাইল কোর্টে জরিমানা না করে শাস্তি হিসেবে বসিয়ে রেখে ছেড়ে দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়