শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৯ জুলাই ২০২১, ১১:৩৪

৩ বীর মুক্তিযোদ্ধা ভাইদের ১ ভাই চলে গেলেন

কামরুজ্জামান টুটুল
৩ বীর মুক্তিযোদ্ধা ভাইদের ১ ভাই চলে গেলেন

৪ ভাইয়ের মধ্যে ৩ ভাই বীর মুক্তিযোদ্ধা। সেই ভাইদের মধ্যে বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মো: রুহুল আমিন (৭৪) চলে গেলেন পরপারে।

আজ ৯ জুলাই শুক্রবার সকালে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে ফুসফুসের সমস্যা জনিতকারনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে.......রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ৩ মেয়েসহ বহু আত্বীয়-স্বজন,বন্ধু-বান্ধব রেখে গেছেন।

আজ ৯ জুলাই শুক্রবার বদ আসর মরহুমের নিজ গ্রাম হাজীগঞ্জের ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গার্ড অব অনার ও জানাজা শেষে স্থানীয় গাজি বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। তিনি গাজী বাড়ির মরহুম কলিম উদ্দিনের ছেলে। মো: রুহুল আমিন জীবনদ্দশায় পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক পদে সুনামের সহিত দায়িত্ব পালন করে অবসরে ছিলেন।

মরহুমের ছোট ভাই অরসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন জানান, মরহুম বীর মুক্তিযোদ্ধা মো:রুহুল আমিনের বড় ছেলে মো: জহিরুল ইসলাম এলজিইডি মন্ত্রনালয়ের উপ-সচিব ও ছোট ছেলে রায়হান মেহবুব সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত রয়েছেন। মরহুমের মেয়েরা চাকুরীজীবি ও প্রবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়