শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ২০:০৫

একই অতিথি, একই মাঠে দুই গ্রুপের মাহফিল দ্বন্দ্ব চরমে

মোঃ আব্দুর রহমান গাজী
একই অতিথি, একই মাঠে দুই গ্রুপের মাহফিল দ্বন্দ্ব চরমে

একই অতিথি, একই মাঠে, একই সময়ে দুই গ্রুপের মাহফিল নিয়ে দ্বন্দ্ব চরমে। চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটেছে।

ঘটনা সুত্রে জানা যায়, খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা মাদ্রাসার সভাপতি ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান জানান, শায়েখে চরমোনাই চট্টগ্রাম থেকে শরীয়তপুর যাওয়ার পথে (দুপুর ১২টা থেকে ৩টা) দিনের বেলা মাহফিল করার অনুমতি দিয়েছে জেলার নেতৃবৃন্দ। সে সুবাদে মাদ্রাসার নামে আমরা পোস্টার করে ব্যাপক প্রচার করতে শুরু করি। এরই মাঝে শুনি মুজাহিদ কমিটি ও আমাদের মত প্রচার করতেছে। অথচ পীর সাহেব হুজুরের একান্ত সচিব এ বিষয়টি হুজুরের সাথে নিশ্চিত করেছেন। এখন দেখি মাহফিলের সময় কি হয়। বাংলাদেশ মুজাহিদ কমিটি ১৩নং হানারচর ইউনিয়ন শাখার ছদর মোঃ মজিবুর রহমান হাওলাদার জানান, আমাকে চাঁদপুর সদর উপজেলা মুজাহিদ কমিটির ছদর মাওলানা গাজী মোহাম্মদ হানিফ মাহফিল করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

সংগঠনের এবং এলাকার স্থানীয় ব্যক্তির সাথে আলাপ করে জানা গেছে একই অতিথি, একই মাঠে, একই সময়ে ২২ নভেম্বর সোমবার দিনের বেলা মাহফিলে দু'গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চরম দেখা দিয়েছে। যেকোনো সময় মাহফিলকে কেন্দ্র করে বড় ধরনের বিশৃঙ্খলা হতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে কথা হয় চাঁদপুর জেলা মুজাহিদ কমিটির ছদর মাওলানা নুরুল আমিন জিহাদি সাথে। তিনি জানান উভয়ের সাথে সমন্বয় করে মুজাহিদ কমিটির মাহফিল করার সিদ্ধান্ত দিয়েছি।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুর রশিদ জানান, তিনি এ বিষয়ে কোনো কিছুই জানেন না তবে খোঁজ নিয়ে দেখছেন। আর যারা মাহফিল করেন তারাতো অনুমতি নিতে হবে। হঠাৎ করে মাহফিলের আয়োজন করলে হবে না বলে তিনি মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়