শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ১৮:১৮

ফরিদগঞ্জে জনপ্রিয় ব্যক্তিত্ব গিয়াস উদ্দিন মেম্বারের ইন্তেকাল

নূরুল ইসলাম ফরহাদ
ফরিদগঞ্জে জনপ্রিয় ব্যক্তিত্ব গিয়াস উদ্দিন মেম্বারের ইন্তেকাল

ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নির্বাচিত সাবেক ওয়ার্ড মেম্বার এবং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনকারী মো. গিয়াস উদ্দিন গাজী (গেসু মেম্বার) ইন্তেকাল করেছেন। জানা গেছে, ৯ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টার সময় ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে বাড়ির সামনের চায়ের দোকানে চা পান করে প্রতিদিনের ন্যায় অন্যান্য কাজকর্ম শেষ করে অসুস্থবোধ করার কারণে বাড়ি ফিরে আসার পরপরই স্ট্রোক করেন গিয়াস উদ্দিন মেম্বার। স্ট্রোক করার কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম গিয়াস উদ্দিন মেম্বারের ছেলে মো. ফয়সাল গাজী জানান, 'প্রতিদিনই মানুষের জমিজমার দলিলপত্র ঘাঁটাঘাঁটি করতেন। জমিজমার সুন্দর সমাধানে খুবই চাপ নিতেন তিনি। প্রায় সময়ই বুকে ব্যথা অনুভব করতেন। এজন্য বেশি চাপ নিতে নিতে মানা করতাম; শুনতেন না। তবুও মানুষের সেবায় নিয়োজিত ছিলেন সবসময়। আজ সকালে বাড়ির সামনের দোকানে বসে চা খেয়েছেন, মানুষের দলিল দেখেছেন। তারপর সুপারি গাছ থেকে লোক দিয়ে সুপারি পেড়ে ঘরে এসেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হবার ৪/৫ মিনিটের মধ্যেই আমার বাবা ইন্তেকাল করেন।

জীবদ্দশায় গিয়াস উদ্দিন মেম্বার সুনামের সহিত জনপ্রতিনিধিত্ব করার পাশাপাশি চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। তাছাড়া জনপ্রিয় ফুটবলার হিসেবে তার ব্যাপক পরিচিতি ছিল। খেদমত করেছেন চান্দ্রা দরবার শরীফের মতো হক্কানী দরবারের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। রেখে গেছেন সন্তান সন্ততি ও অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী।

বিকাল সাড়ে ৪টায় নয়াহাটস্থ চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেছেন চান্দ্রা দরবার শরীফের পীর সাহেব আল্লামা এস এম হুজ্জাতুল্লাহ নকশবন্দী মোজাদ্দেদী। জানাজায় উপস্থিত হয়ে শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, বিএনপি নেতা শফিউল বাশার মুকুল পাটোয়ারি, ইউনিয়ন চেয়ারম্যান সোহেল চৌধুরী, চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতিসহ সদস্যবৃন্দ এবং শিক্ষকমণ্ডলী, প্রবীণ আলেম আলহাজ্ব হাফেজ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য হাজী বাঁধন পাটোয়ারি, ৯নং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশী এমরান হোসেন মিলন ভূঁইয়া ও পুতুল সরকার, ১০নং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশী আলী আক্কাস পাটওয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান কায়েম পারভেজ লাভলু, মমতাজ উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়