প্রকাশ : ০৩ নভেম্বর ২০২১, ১৮:৫৫
চাঁদপুরে জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা
জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া দিবসটি চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। এ দিন সকাল ৮ ঘটিকায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় জাতীয় পতাকা দলীয় পতাকা কালো পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ।
|আরো খবর
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ রুহুল আমিন সরকার, দপ্তর সম্পাদক মোঃ শাহ আলম মিয়া, উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এসএম সালাউদ্দিন, পৌর আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া,পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল গাজী,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৩ নভেম্বর শোকাবহ "জেলহত্যা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, জাতির পিতার আজীবন রাজনৈতিক সহচর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন (অব.) মুনসুর আলী,এ. এইচ এম কামারুজ্জামানকে এই দিনে জেলখানার অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। মানবতাবোধের চরম নির্মমতা ও নিষ্ঠুর সাক্ষী হচ্ছে ৩ রা নভেম্বর জেলহত্যা দিবস।
দেশের আপামর জনতা যাদের নেতৃত্বে ও নির্দেশে এদেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে মাত্র ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে এদেশেকে স্বাধীন করেছিল। যারা মুক্তিযুদ্ধকালীন মুজিব নগর সরকারের বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে এদেশের জনগণকে একত্রিত করে দেশের স্বাধীনতা সংগ্রামকে বেগবান করে বিজয়ের পতাকা উঠিয়ে ধরেছে সেই চার নেতাকে চরম নির্মমতার স্বাক্ষর রেখে ৩ নভেম্বরে হত্যা করা হয়।
বাংলার জনগণ মহান মুক্তিযোদ্ধ পরিচালনাকারী, স্বাধীন,বাংলাদেশের সরকারের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এম. মুনসুর আলী,খাদ্য ও ত্রাণ মন্ত্রী এ এইচ. এম কামারুজ্জামানকে আজীবন স্মরণ করবে। সেই থেকে ৩ নভেম্বর দিনটি বাঙালি জাতির জীবনে একটি কলংকময় দিন। প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশ আওয়ামী লীগ সমগ্র জাতির সাথে একাত্ম হয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শোকাবহ এ দিবসটিকে স্মরণ ও পালন করেন।