শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |  
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২১, ২০:০৬

মতলব উত্তরে ইউপি নির্বাচন মনোনয়নপত্র দাখিল শেষ দিন

চেয়ারম্যান পদে ৪৬, সংরক্ষিত নারী সদস্য ১৪৩ ও সাধারণ সদস্য পদে ৪৫৫ প্রাথীর মনোনয়নপত্র দাখিল

মাহবুব আলম লাভলু
চেয়ারম্যান পদে ৪৬, সংরক্ষিত নারী সদস্য ১৪৩ ও সাধারণ সদস্য পদে ৪৫৫ প্রাথীর মনোনয়নপত্র দাখিল

আজ ২ নভেম্বর মঙ্গলবার ছিল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ৬শ’ ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৪৬জন, তন্মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে ১৪ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকে ৭ জন, স্বতন্ত্র ২৫ জন। সংরক্ষিত মহিলা সদস্য ১৪৩ জন, সাধারণ সদস্য পদে ৪৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

তাঁরা হলেন, চেয়ারম্যান পদে গজরা ইউনিয়নে ২ জন। তিনি হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান (নৌকা), মফিজুল ইসলাম দেওয়ান (স্বতন্ত্র)। সংরক্ষিত নারী সদস্য ৯ জন, সাধারণ সদস্য ৩০ জন।

কলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন। তাঁরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা (নৌকা), ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সোবহান সরকার সুভা (স্বতন্ত্র), আব্দুল কাইয়ুম (স্বতন্ত্র), আবু ইউসুফ মিজি (হাত পাখা), শামীম আহমেদ রিপন (স্বতন্ত্র), বাবুল সরকার (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ৯ জন, সাধারণ সদস্য ৩০ জন।

ফতেপুর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন। তাঁরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী (নৌকা), বাতেন মজুমদার ( হাতপাখা), নুরুল ইসলাম পাটোয়ারী ( স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ১১ জন, সাধারণ সদস্য ৩৩ জন।

ফতেপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন। তিনি হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ (নৌকা)। সংরক্ষিত মহিলা সদস্য ৬ জন, সাধারণ সদস্য ৩১ জন।

মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন। তাঁরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল (নৌকা), তোফায়েল হোসেন (হাতপাখা)। সংরক্ষিত মহিলা সদস্য ১১ জন, সাধারণ সদস্য ৩৭ জন।

দূর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন। তিনি হলেন, মোকাররম হোসেন খান ওপেল (নৌকা)। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন, সাধারণ সদস্য ৩৬ জন।

সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন। তাঁরা হলেন, অ্যাড: হাবিবা ইসলাম সিফাত (নৌকা), আবু বকর সিদ্দিক খোকন (স্বতন্ত্র), নাজিম উদ্দিন সোহেল (স্বতন্ত্র), জসিম উদ্দিন জমাদার (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ১৩ জন সাধারণ সদস্য ৪২ জন।

জহিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন। তাঁরা হলেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড: মনোয়ারুল ইসলাম ( নৌকা), আব্দুস ছাত্তার মল্লিক (স্বতন্ত্র), বর্তমান চেয়ারম্যান সেলিম গাজী (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ৮ জন, সাধারণ সদস্য ২৭ জন।

ইসলামাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন। তাঁরা হলেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সরকার মুকুল (নৌকা)। সংরক্ষিত মহিলা সদস্য ১২ জন, সাধারণ সদস্য ২৬ জন।

ষাটনল ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন। তাঁরা হলেন, একেএম শরীফ উল্লাহ সরকার( নৌকা), উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম (স্বতন্ত্র)। সংরক্ষিত ১৩ জন, সাধারণ সদস্য ৩৩ জন।

ফরাজীকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন। তাঁরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম ( নৌকা), দেলোয়ার হোসেন দানেশ (স্বতন্ত্র), সৈয়দ হোসেন (স্বতন্ত্র), আব্দুল হান্নান (স্বতন্ত্র), কামাল গাজী (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ১০ জন, সাধারণ সদস্য ৩৫ জন।

এখলাশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন। তাঁরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এপিপি অ্যাড: জসিম উদ্দিন (নৌকা), গিয়াস উদ্দিন গাজী (স্বতন্ত্র), মফিজুল ইসলাম (স্বতন্ত্র), সাইফুল ইসলাম (স্বতন্ত্র), তরীকুল ইসলাম (হাতপাখা)। সংরক্ষিত ৯ জন, সাধারণ ২৯ জন।

সাদুল্লাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন। তাঁরা হলেন, লোকমান আহমেদ মুন্সী (নৌকা), তাজুল ইসলাম (স্বতন্ত্র), মাহবুবুর রহমান (হাতপাখা), জোবাইর আজীম স্বপন পাঠান (স্বতন্ত্র), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম (স্বতন্ত্র), মাহবুবুর রহমান (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ৮ জন, সাধারণ সদস্য ৩১জন।

বাগানবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন। তাঁরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া (নৌকা), উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম (স্বতন্ত্র), মাও. আবদুস সালাম (হাতপাখা), ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল আল মামুন (স্বতন্ত্র), জাহিদুল আলম জমাদার (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ১২ জন, সাধারণ সদস্য ৩৫ জন।

আগামী ৪ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ১৪টি ইউনিয়নে সুষ্ঠু ও সুন্দর ভাবে নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশন ৬জন কর্মকর্তাকে রিটার্ণিং কর্মকর্তার দায়িত্ব দিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়